Wednesday, 1 July 2020

বাঁকুড়ার শালতোড়ায় শালতোড়া থানার পক্ষ থেকে ডাক্তার দিবস উপলক্ষে আজ শালতোড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার, সেবিকা ও কোভিড যোদ্ধাদের সম্মান জানালেন শালতোড়া থানার পক্ষ থেকে ওসি কৌশিক হাজরা মহাশয় এর উদ্যোগে ও শালতোড়া থানার পুলিশ প্রশাসনের কর্মী বৃন্দরা সম্মান জানালেন স্বাস্থ্য কেন্দ্রের সাথে যুক্ত সমস্ত স্বাস্থ্যকর্মীদের।




No comments:

Post a Comment

সপ্তাহ ঘুরতে না ঘুরতেয় আবারো মিছিল শালতোড়ায় গত শুক্রবারের পর এবার বৃহস্পতিবার সকাল বেলায় মিছিল করার মধ্য দিয়ে পাথর শিল্প খোলার দাবি নিয়ে সরব বাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটিবাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটির পক্ষ থেকে বাঁকুড়া জেলা সহ শালতোড়ায় পাথর শিল্প খোলার দাবি নিয়ে শালতোড়ায় পুনরায় মিছিল করলেন ।এদিনের মিছিলে হাতে প্লেকার্ড নিয়ে পাথর শিল্প খোলার দাবি নিয়ে স্লোগানও দিতে থাকেন শয়ে শয়ে মানুষজনেরা

শালতোড়ায় পাথর শিল্প চালু করার দাবি নিয়ে ফের মিছিল বাঁকুড়া জেলা পাথর শিল্প বাচাও কমিটির বৃহস্পতিবার  সপ্তাহ ঘুরতে না ঘুরতেয় আবারো মিছিল ...