Saturday, 9 January 2021

বাঁকুড়ার ছাতনা মন্ডল ১ বিজেপির সভাপতি জীবন মন্ডল বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝুঞকা অঞ্চলের পোড়াগালা গ্রামে আদিবাসী মানুষদের বাঁদনা পরব অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের সাথে আদিবাসী নৃত্য তেও তাদের সাথে সঙ্গ দিয়ে নিত্য করলেন । এভাবেই রাজনৈতিক প্রচারে আজ বাঁকুড়ার ছাতনা মন্ডল১ বিজেপির সভাপতি জীবন মন্ডল মানুষদের সাথে জনসংযোগ তৈরি করার চেষ্টা করলেন

No comments:

Post a Comment

সপ্তাহ ঘুরতে না ঘুরতেয় আবারো মিছিল শালতোড়ায় গত শুক্রবারের পর এবার বৃহস্পতিবার সকাল বেলায় মিছিল করার মধ্য দিয়ে পাথর শিল্প খোলার দাবি নিয়ে সরব বাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটিবাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটির পক্ষ থেকে বাঁকুড়া জেলা সহ শালতোড়ায় পাথর শিল্প খোলার দাবি নিয়ে শালতোড়ায় পুনরায় মিছিল করলেন ।এদিনের মিছিলে হাতে প্লেকার্ড নিয়ে পাথর শিল্প খোলার দাবি নিয়ে স্লোগানও দিতে থাকেন শয়ে শয়ে মানুষজনেরা

শালতোড়ায় পাথর শিল্প চালু করার দাবি নিয়ে ফের মিছিল বাঁকুড়া জেলা পাথর শিল্প বাচাও কমিটির বৃহস্পতিবার  সপ্তাহ ঘুরতে না ঘুরতেয় আবারো মিছিল ...