Sunday, 10 January 2021

বাঁকুড়ার ছাতনা ব্লকের তেঘরীতৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে তেঘরী অঞ্চলের ডানমারী-নিশ্চিন্তপুর বুথের তৃণমূল নেতৃত্ব ও ১২০ জন কর্মীসমর্থকদের নিয়ে অড়কষা নদীর তীরে সাংগঠনিক সভা করা হলো তৃণমূলের পক্ষ থেকে একইসঙ্গে এরপর কর্মী-সমর্থকদের নিয়ে পিকনিক এর মধ্য দিয়ে মধ্যাহ্নভোজন এর ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন তেঘরি অঞ্চল যুব সভাপতি মৃণাল শার্ম্মা ও তেঘরি অঞ্চল প্রধান জিতেন্দ্রনাথ বাউরী

No comments:

Post a Comment

সপ্তাহ ঘুরতে না ঘুরতেয় আবারো মিছিল শালতোড়ায় গত শুক্রবারের পর এবার বৃহস্পতিবার সকাল বেলায় মিছিল করার মধ্য দিয়ে পাথর শিল্প খোলার দাবি নিয়ে সরব বাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটিবাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটির পক্ষ থেকে বাঁকুড়া জেলা সহ শালতোড়ায় পাথর শিল্প খোলার দাবি নিয়ে শালতোড়ায় পুনরায় মিছিল করলেন ।এদিনের মিছিলে হাতে প্লেকার্ড নিয়ে পাথর শিল্প খোলার দাবি নিয়ে স্লোগানও দিতে থাকেন শয়ে শয়ে মানুষজনেরা

শালতোড়ায় পাথর শিল্প চালু করার দাবি নিয়ে ফের মিছিল বাঁকুড়া জেলা পাথর শিল্প বাচাও কমিটির বৃহস্পতিবার  সপ্তাহ ঘুরতে না ঘুরতেয় আবারো মিছিল ...