Friday, 9 September 2022
বাঁকুড়া জেলা পাথর শিল্প বাচাও কমিটি শালতোড়া শাখার পক্ষ থেকে শালতোড়া পাথর শিল্প খোলার দাবি নিয়ে শালতোড়ায় বাজারে মিছিল ও থানায় ডেপুটেশন কর্মসূচি , দীর্ঘ প্রায় দেড় বছর ধরে বন্ধ বাঁকুড়া জেলার শালতোড়ার পাথর শিল্প । কর্মহীন কয়েক হাজার শ্রমিক । তাই অবিলম্বে পাথর শিল্প চালু করার দাবিতে শুক্রবার শালতোড়া বাজারে মিছিল করে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন কর্মহীন শ্রমিকরা । জানা গেছে, শালতোড়া ব্লকে ১৭৫ টি পাথর ক্রাশার শিল্প রয়েছে । যার মধ্যে ১৫৩ টি চালু ছিল । কিন্তু কোনও এক অজ্ঞাত কারনে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে সেগুলি বন্ধ রাখা হয়েছে । ফলে চরম বিপাকে পড়েছেন শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরা । পাথর খাদানগুলিকে পুনরায় চালু করার জন্য দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল । তবে এই অবস্থায় রাজ্যের বীরভূম জেলায় পাথর শিল্প চালু হলেও এই এলাকায় তা বন্ধ রয়েছে। বীরভূমের দেখানো পথেই শালতোড়ায় পাথর শিল্প চালুর দাবি করছেন শ্রমিকরা। শালতোড়া পাথর শিপের সঙ্গে যুক্ত শ্রমিকরা কথা বলতে গিয়ে জানালেন যে তারা আশাবাদী যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই পাথর শিল্প খোলার বিষয়ে দৃষ্টিপাত করবেন এমনই আশা রেখেছেন তারা এবং তাদের জীবিকা যাতে পুনরায় চালু হয় সেই দিকে বিশেষ আশাবাদী রাজ্য সরকারের প্রতি আস্থা ও রেখেছেন শীঘ্রই হয়তো সুখবর আসবে বলে শালতোড়ার বিডিও মানস গিরি বলেন, তাদের মাইনিং এর কোন বৈধ-নথি না থাকার জন্য তা বন্ধ আছে। তারা আমাদের বারবার ডেপুটেশন দিয়েছেন। আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী আমরা চলবো।
Subscribe to:
Post Comments (Atom)
সপ্তাহ ঘুরতে না ঘুরতেয় আবারো মিছিল শালতোড়ায় গত শুক্রবারের পর এবার বৃহস্পতিবার সকাল বেলায় মিছিল করার মধ্য দিয়ে পাথর শিল্প খোলার দাবি নিয়ে সরব বাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটিবাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটির পক্ষ থেকে বাঁকুড়া জেলা সহ শালতোড়ায় পাথর শিল্প খোলার দাবি নিয়ে শালতোড়ায় পুনরায় মিছিল করলেন ।এদিনের মিছিলে হাতে প্লেকার্ড নিয়ে পাথর শিল্প খোলার দাবি নিয়ে স্লোগানও দিতে থাকেন শয়ে শয়ে মানুষজনেরা
শালতোড়ায় পাথর শিল্প চালু করার দাবি নিয়ে ফের মিছিল বাঁকুড়া জেলা পাথর শিল্প বাচাও কমিটির বৃহস্পতিবার সপ্তাহ ঘুরতে না ঘুরতেয় আবারো মিছিল ...
-
শালতোড়ায় পাথর শিল্প চালু করার দাবি নিয়ে ফের মিছিল বাঁকুড়া জেলা পাথর শিল্প বাচাও কমিটির বৃহস্পতিবার সপ্তাহ ঘুরতে না ঘুরতেয় আবারো মিছিল ...
-
-
No comments:
Post a Comment