Saturday, 9 January 2021
বাঁকুড়া র তিলুড়ী তে দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে মানুষের লম্বা লাইন পড়ছে দুয়ারে সরকার নামের কর্মসূচিতে। বিশেষ করে রেশন কার্ড সংক্রান্ত সমস্যা ও স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা নিতে মানুষ উপস্থিত হচ্ছেন বিভিন্ন শিবির গুলিতে। বাঁকুড়াজেলার শাল তোড়া ব্লকের তি লুড়ী গ্রাম পঞ্চায়েতের অধীন সেই শিবিরের চতুর্থ শিবিরে তাই বৃহস্পতি বার ছিল উপচে পড়া ভিড়। অসংখ্য মানুষ সরকারের জনমুখী বিভিন্ন প্রকল্পের সাহায্য নিতে শিবিরে আসেন। উপস্থিিত ছিলেন শাল তোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ। মানুষের অংশগ্রহণ ও উৎসাহ দেখে তিনি খুশি বলে জানান।
Subscribe to:
Post Comments (Atom)
সপ্তাহ ঘুরতে না ঘুরতেয় আবারো মিছিল শালতোড়ায় গত শুক্রবারের পর এবার বৃহস্পতিবার সকাল বেলায় মিছিল করার মধ্য দিয়ে পাথর শিল্প খোলার দাবি নিয়ে সরব বাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটিবাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটির পক্ষ থেকে বাঁকুড়া জেলা সহ শালতোড়ায় পাথর শিল্প খোলার দাবি নিয়ে শালতোড়ায় পুনরায় মিছিল করলেন ।এদিনের মিছিলে হাতে প্লেকার্ড নিয়ে পাথর শিল্প খোলার দাবি নিয়ে স্লোগানও দিতে থাকেন শয়ে শয়ে মানুষজনেরা
শালতোড়ায় পাথর শিল্প চালু করার দাবি নিয়ে ফের মিছিল বাঁকুড়া জেলা পাথর শিল্প বাচাও কমিটির বৃহস্পতিবার সপ্তাহ ঘুরতে না ঘুরতেয় আবারো মিছিল ...
-
শালতোড়ায় পাথর শিল্প চালু করার দাবি নিয়ে ফের মিছিল বাঁকুড়া জেলা পাথর শিল্প বাচাও কমিটির বৃহস্পতিবার সপ্তাহ ঘুরতে না ঘুরতেয় আবারো মিছিল ...
-
-
No comments:
Post a Comment