Saturday, 9 January 2021

National Human Rights and anti Corruption Bureau এর অনুষ্ঠানে শীতবস্ত্র প্রদান ও করেনা যোদ্ধাদের সংবর্ধনা। এক অনুষ্ঠানের মাধ্যমে আসানসোল পাঁচ গাছিয়ার আদিবাসী পাড়াতে কিছু দুস্থ মানুষকে শীত বস্ত্র, শিশুদের শীত বস্ত্র ও পড়াশোনার সামগ্রী এবং কয়েক জন বিশিষ্ঠ মানুষকে করোনা যোদ্ধার সন্মান প্রদান করা হয়। Hope of the Asansol এই অনুষ্ঠানের উদ্যোক্তা। উপস্থিত ছিলেন National Human Rights And Anti Corruption Bureau এর চেয়ারম্যান মাননীয় অনুপম দাস, লিগ্যাল অ্যাডভাইজার সুব্রত চন্দ্র, বিশিষ্ঠ সমাজসেবী ডাক্তার বিদ্যুৎ পোদ্দার, কবি, সাহিত্যিক, সাংবাদিক চন্দ্র শেখর সরকার ও বহু গুণী মানুষজন। এঁদের সংবর্ধনার পাশাপাশি আসানসোল ফেস বুক গ্রুপ, অনির্বাণ দে এর সাথে সুদীপ সেন সংবর্ধিত হোন

No comments:

Post a Comment

সপ্তাহ ঘুরতে না ঘুরতেয় আবারো মিছিল শালতোড়ায় গত শুক্রবারের পর এবার বৃহস্পতিবার সকাল বেলায় মিছিল করার মধ্য দিয়ে পাথর শিল্প খোলার দাবি নিয়ে সরব বাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটিবাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটির পক্ষ থেকে বাঁকুড়া জেলা সহ শালতোড়ায় পাথর শিল্প খোলার দাবি নিয়ে শালতোড়ায় পুনরায় মিছিল করলেন ।এদিনের মিছিলে হাতে প্লেকার্ড নিয়ে পাথর শিল্প খোলার দাবি নিয়ে স্লোগানও দিতে থাকেন শয়ে শয়ে মানুষজনেরা

শালতোড়ায় পাথর শিল্প চালু করার দাবি নিয়ে ফের মিছিল বাঁকুড়া জেলা পাথর শিল্প বাচাও কমিটির বৃহস্পতিবার  সপ্তাহ ঘুরতে না ঘুরতেয় আবারো মিছিল ...