Thursday, 15 September 2022

সপ্তাহ ঘুরতে না ঘুরতেয় আবারো মিছিল শালতোড়ায় গত শুক্রবারের পর এবার বৃহস্পতিবার সকাল বেলায় মিছিল করার মধ্য দিয়ে পাথর শিল্প খোলার দাবি নিয়ে সরব বাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটিবাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটির পক্ষ থেকে বাঁকুড়া জেলা সহ শালতোড়ায় পাথর শিল্প খোলার দাবি নিয়ে শালতোড়ায় পুনরায় মিছিল করলেন ।এদিনের মিছিলে হাতে প্লেকার্ড নিয়ে পাথর শিল্প খোলার দাবি নিয়ে স্লোগানও দিতে থাকেন শয়ে শয়ে মানুষজনেরা

শালতোড়ায় পাথর শিল্প চালু করার দাবি নিয়ে ফের মিছিল বাঁকুড়া জেলা পাথর শিল্প বাচাও কমিটির বৃহস্পতিবার 

সপ্তাহ ঘুরতে না ঘুরতেয় আবারো মিছিল শালতোড়ায় গত শুক্রবারের পর এবার বৃহস্পতিবার সকাল বেলায় মিছিল করার মধ্য দিয়ে  পাথর শিল্প খোলার দাবি নিয়ে সরব বাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটি

বাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটির পক্ষ থেকে বাঁকুড়া জেলা সহ শালতোড়ায় পাথর শিল্প খোলার দাবি নিয়ে শালতোড়ায় পুনরায় মিছিল করলেন ।এদিনের মিছিলে হাতে প্লেকার্ড নিয়ে পাথর শিল্প খোলার দাবি নিয়ে স্লোগানও দিতে থাকেন শয়ে শয়ে মানুষজনেরা

Friday, 9 September 2022

বাঁকুড়া জেলা পাথর শিল্প বাচাও কমিটি শালতোড়া শাখার পক্ষ থেকে শালতোড়া পাথর শিল্প খোলার দাবি নিয়ে শালতোড়ায় বাজারে মিছিল ও থানায় ডেপুটেশন কর্মসূচি , দীর্ঘ প্রায় দেড় বছর ধরে বন্ধ বাঁকুড়া জেলার শালতোড়ার পাথর শিল্প । কর্মহীন কয়েক হাজার শ্রমিক । তাই অবিলম্বে পাথর শিল্প চালু করার দাবিতে শুক্রবার শালতোড়া বাজারে মিছিল করে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন কর্মহীন শ্রমিকরা । জানা গেছে, শালতোড়া ব্লকে ১৭৫ টি পাথর ক্রাশার শিল্প রয়েছে । যার মধ্যে ১৫৩ টি চালু ছিল । কিন্তু কোনও এক অজ্ঞাত কারনে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে সেগুলি বন্ধ রাখা হয়েছে । ফলে চরম বিপাকে পড়েছেন শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরা । পাথর খাদানগুলিকে পুনরায় চালু করার জন্য দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল । তবে এই অবস্থায় রাজ্যের বীরভূম জেলায় পাথর শিল্প চালু হলেও এই এলাকায় তা বন্ধ রয়েছে। বীরভূমের দেখানো পথেই শালতোড়ায় পাথর শিল্প চালুর দাবি করছেন শ্রমিকরা। শালতোড়া পাথর শিপের সঙ্গে যুক্ত শ্রমিকরা কথা বলতে গিয়ে জানালেন যে তারা আশাবাদী যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই পাথর শিল্প খোলার বিষয়ে দৃষ্টিপাত করবেন এমনই আশা রেখেছেন তারা এবং তাদের জীবিকা যাতে পুনরায় চালু হয় সেই দিকে বিশেষ আশাবাদী রাজ্য সরকারের প্রতি আস্থা ও রেখেছেন শীঘ্রই হয়তো সুখবর আসবে বলে শালতোড়ার বিডিও মানস গিরি বলেন, তাদের মাইনিং এর কোন বৈধ-নথি না থাকার জন্য তা বন্ধ আছে। তারা আমাদের বারবার ডেপুটেশন দিয়েছেন। আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী আমরা চলবো।

Saturday, 9 January 2021

বাঁকুড়া র তিলুড়ী তে দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে মানুষের লম্বা লাইন পড়ছে দুয়ারে সরকার নামের কর্মসূচিতে। বিশেষ করে রেশন কার্ড সংক্রান্ত সমস্যা ও স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা নিতে মানুষ উপস্থিত হচ্ছেন বিভিন্ন শিবির গুলিতে। বাঁকুড়াজেলার শাল তোড়া ব্লকের তি লুড়ী গ্রাম পঞ্চায়েতের অধীন সেই শিবিরের চতুর্থ শিবিরে তাই বৃহস্পতি বার ছিল উপচে পড়া ভিড়। অসংখ্য মানুষ সরকারের জনমুখী বিভিন্ন প্রকল্পের সাহায্য নিতে শিবিরে আসেন। উপস্থিিত ছিলেন শাল তোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ। মানুষের অংশগ্রহণ ও উৎসাহ দেখে তিনি খুশি বলে জানান।

National Human Rights and anti Corruption Bureau এর অনুষ্ঠানে শীতবস্ত্র প্রদান ও করেনা যোদ্ধাদের সংবর্ধনা। এক অনুষ্ঠানের মাধ্যমে আসানসোল পাঁচ গাছিয়ার আদিবাসী পাড়াতে কিছু দুস্থ মানুষকে শীত বস্ত্র, শিশুদের শীত বস্ত্র ও পড়াশোনার সামগ্রী এবং কয়েক জন বিশিষ্ঠ মানুষকে করোনা যোদ্ধার সন্মান প্রদান করা হয়। Hope of the Asansol এই অনুষ্ঠানের উদ্যোক্তা। উপস্থিত ছিলেন National Human Rights And Anti Corruption Bureau এর চেয়ারম্যান মাননীয় অনুপম দাস, লিগ্যাল অ্যাডভাইজার সুব্রত চন্দ্র, বিশিষ্ঠ সমাজসেবী ডাক্তার বিদ্যুৎ পোদ্দার, কবি, সাহিত্যিক, সাংবাদিক চন্দ্র শেখর সরকার ও বহু গুণী মানুষজন। এঁদের সংবর্ধনার পাশাপাশি আসানসোল ফেস বুক গ্রুপ, অনির্বাণ দে এর সাথে সুদীপ সেন সংবর্ধিত হোন

বাঁকুড়ার ছাতনা মন্ডল ১ বিজেপির সভাপতি জীবন মন্ডল বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝুঞকা অঞ্চলের পোড়াগালা গ্রামে আদিবাসী মানুষদের বাঁদনা পরব অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের সাথে আদিবাসী নৃত্য তেও তাদের সাথে সঙ্গ দিয়ে নিত্য করলেন । এভাবেই রাজনৈতিক প্রচারে আজ বাঁকুড়ার ছাতনা মন্ডল১ বিজেপির সভাপতি জীবন মন্ডল মানুষদের সাথে জনসংযোগ তৈরি করার চেষ্টা করলেন

বাঁকুড়ার শালতোড়া ব্লক এর ঢেকীয়া অঞ্চলের পাবয়া গ্রামে দুঃস্থ মানুষদের কে কম্বল বিতরণ করলেন পাবয়া গ্রামের সমাজসেবী তপন চক্রবর্তী

সপ্তাহ ঘুরতে না ঘুরতেয় আবারো মিছিল শালতোড়ায় গত শুক্রবারের পর এবার বৃহস্পতিবার সকাল বেলায় মিছিল করার মধ্য দিয়ে পাথর শিল্প খোলার দাবি নিয়ে সরব বাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটিবাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটির পক্ষ থেকে বাঁকুড়া জেলা সহ শালতোড়ায় পাথর শিল্প খোলার দাবি নিয়ে শালতোড়ায় পুনরায় মিছিল করলেন ।এদিনের মিছিলে হাতে প্লেকার্ড নিয়ে পাথর শিল্প খোলার দাবি নিয়ে স্লোগানও দিতে থাকেন শয়ে শয়ে মানুষজনেরা

শালতোড়ায় পাথর শিল্প চালু করার দাবি নিয়ে ফের মিছিল বাঁকুড়া জেলা পাথর শিল্প বাচাও কমিটির বৃহস্পতিবার  সপ্তাহ ঘুরতে না ঘুরতেয় আবারো মিছিল ...