Sunday, 10 January 2021
বাঁকুড়ার ছাতনা ব্লকের তেঘরীতৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে তেঘরী অঞ্চলের ডানমারী-নিশ্চিন্তপুর বুথের তৃণমূল নেতৃত্ব ও ১২০ জন কর্মীসমর্থকদের নিয়ে অড়কষা নদীর তীরে সাংগঠনিক সভা করা হলো তৃণমূলের পক্ষ থেকে একইসঙ্গে এরপর কর্মী-সমর্থকদের নিয়ে পিকনিক এর মধ্য দিয়ে মধ্যাহ্নভোজন এর ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন তেঘরি অঞ্চল যুব সভাপতি মৃণাল শার্ম্মা ও তেঘরি অঞ্চল প্রধান জিতেন্দ্রনাথ বাউরী
Saturday, 9 January 2021
বাঁকুড়া র তিলুড়ী তে দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে মানুষের লম্বা লাইন পড়ছে দুয়ারে সরকার নামের কর্মসূচিতে। বিশেষ করে রেশন কার্ড সংক্রান্ত সমস্যা ও স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা নিতে মানুষ উপস্থিত হচ্ছেন বিভিন্ন শিবির গুলিতে। বাঁকুড়াজেলার শাল তোড়া ব্লকের তি লুড়ী গ্রাম পঞ্চায়েতের অধীন সেই শিবিরের চতুর্থ শিবিরে তাই বৃহস্পতি বার ছিল উপচে পড়া ভিড়। অসংখ্য মানুষ সরকারের জনমুখী বিভিন্ন প্রকল্পের সাহায্য নিতে শিবিরে আসেন। উপস্থিিত ছিলেন শাল তোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ। মানুষের অংশগ্রহণ ও উৎসাহ দেখে তিনি খুশি বলে জানান।
National Human Rights and anti Corruption Bureau এর অনুষ্ঠানে শীতবস্ত্র প্রদান ও করেনা যোদ্ধাদের সংবর্ধনা। এক অনুষ্ঠানের মাধ্যমে আসানসোল পাঁচ গাছিয়ার আদিবাসী পাড়াতে কিছু দুস্থ মানুষকে শীত বস্ত্র, শিশুদের শীত বস্ত্র ও পড়াশোনার সামগ্রী এবং কয়েক জন বিশিষ্ঠ মানুষকে করোনা যোদ্ধার সন্মান প্রদান করা হয়। Hope of the Asansol এই অনুষ্ঠানের উদ্যোক্তা। উপস্থিত ছিলেন National Human Rights And Anti Corruption Bureau এর চেয়ারম্যান মাননীয় অনুপম দাস, লিগ্যাল অ্যাডভাইজার সুব্রত চন্দ্র, বিশিষ্ঠ সমাজসেবী ডাক্তার বিদ্যুৎ পোদ্দার, কবি, সাহিত্যিক, সাংবাদিক চন্দ্র শেখর সরকার ও বহু গুণী মানুষজন। এঁদের সংবর্ধনার পাশাপাশি আসানসোল ফেস বুক গ্রুপ, অনির্বাণ দে এর সাথে সুদীপ সেন সংবর্ধিত হোন
বাঁকুড়ার ছাতনা মন্ডল ১ বিজেপির সভাপতি জীবন মন্ডল বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝুঞকা অঞ্চলের পোড়াগালা গ্রামে আদিবাসী মানুষদের বাঁদনা পরব অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের সাথে আদিবাসী নৃত্য তেও তাদের সাথে সঙ্গ দিয়ে নিত্য করলেন । এভাবেই রাজনৈতিক প্রচারে আজ বাঁকুড়ার ছাতনা মন্ডল১ বিজেপির সভাপতি জীবন মন্ডল মানুষদের সাথে জনসংযোগ তৈরি করার চেষ্টা করলেন
Subscribe to:
Posts (Atom)
সপ্তাহ ঘুরতে না ঘুরতেয় আবারো মিছিল শালতোড়ায় গত শুক্রবারের পর এবার বৃহস্পতিবার সকাল বেলায় মিছিল করার মধ্য দিয়ে পাথর শিল্প খোলার দাবি নিয়ে সরব বাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটিবাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটির পক্ষ থেকে বাঁকুড়া জেলা সহ শালতোড়ায় পাথর শিল্প খোলার দাবি নিয়ে শালতোড়ায় পুনরায় মিছিল করলেন ।এদিনের মিছিলে হাতে প্লেকার্ড নিয়ে পাথর শিল্প খোলার দাবি নিয়ে স্লোগানও দিতে থাকেন শয়ে শয়ে মানুষজনেরা
শালতোড়ায় পাথর শিল্প চালু করার দাবি নিয়ে ফের মিছিল বাঁকুড়া জেলা পাথর শিল্প বাচাও কমিটির বৃহস্পতিবার সপ্তাহ ঘুরতে না ঘুরতেয় আবারো মিছিল ...
-
শালতোড়ায় পাথর শিল্প চালু করার দাবি নিয়ে ফের মিছিল বাঁকুড়া জেলা পাথর শিল্প বাচাও কমিটির বৃহস্পতিবার সপ্তাহ ঘুরতে না ঘুরতেয় আবারো মিছিল ...
-
-